শুক্রবার, ৩০ জুলাই, ২০১০

মোবাইল ফোন সেটের নিত্য নতুন সুবিধাঃ দরকার কতটুকু???

সেই স্কুল/কলেজের সময় পড়েছিলাম-বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ!!আর এখন মনে হয় সাথে যোগ করতে হয় যে আমাদের বিবেকও কেড়ে নিয়েছে, বাড়াচ্ছে মিথ্যা বলার প্রবনতা!! হালের এই সবচেয়ে প্রয়োজনীয় মোবাল ফোনের কথাই ধরুন??? বাসে চলাচলের সময় খেয়াল করবেন মোবাইল ফোনে কথা বলার সময় ৯০% লোকই তার কথা বলার সময়কার অবস্থান নিয়ে মিথ্যা কথা বলছে! দেরি হলে আগ বাড়িয়ে বলছে যে সে পৌঁছেই গেছে আর ৫ মিনিট লাগবে অথচ তার গন্তব্য থেকে সে ৩০মিনিট দুরে!!! আবার পাওনাদি থাকলে বলে বেশী সময় লাগবে পৌঁছতে! বিজ্ঞানের এই আবিস্কার আমাদের অনেক উপকার করলেও মিথ্যা কথা বলাতে শেখাচ্ছে! ক'দিন থেকেই পত্রিকায় দেখছি এক অখ্যাত ব্র্যান্ডের মোবাইল ফোন সেটের বিজ্ঞাপন! অনেক সুবিদা সেই সেটের! নতুন যে সুবিধাটি ভয়ঙ্কর মনে হল আমার কাছে তা হল,
আপনি কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করতে পারবেন! ইচ্ছামত সাউন্ড রেকর্ড করে কল করার সময় বাজাতে পারবেন! ভাবুন আপনার বন্ধু/সন্তানের কথা! হয়ত আপনার সন্তান বাসায় ফিরতে দেরি করছে, ফোন দিলেন, সে তখন হইহুল্লোড় ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজকরে আপনাকে বলল সে জ্যামে আটকে আছে?? আবার বলতেও পারে বৃষ্টির জন্য আসতে পারছি না! আরো অনেক অনেক কারন দেখাতে পারে। (নাও হতে পারে, তবে সাবধানের মার নেই!! )আমার মনে হয় মোবাইল ফোনে এমন সব সুবিধা না থাকাই ভালো! কারন আমাদের দেশে সব কিছুরই নেগেটিভ ইউজ বেশী হয়! আবার এই ফোনে আছে প্রাইভেট মেন্যু সহ ২ মেগাপিক্সেল ক্যামেরা। তারমানে নেগেটিভ ইউজের জন্য একেবারে পোয়াবারো! আমার মনে হয় সরকারের যথাযথ কর্তৃপক্ষের এসব ভাবা উচিত!
Share/Bookmark

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top