রহমত মাগফেরাত নাযাতের আশায় সিক্ত মুসলমান।
সারাদিনময় রোজা রাখিয়া সন্ধ্যায় ইফতার,
জীবিকার শ্রমে তবু ক্লান্তি নাই ছুটে চলে দূনির্বার।
দেহের কষ্ট একটু হলেও মনে থাকে অহংকার,
কারন রোজাদাররা পাবেন মহান আল্লাহর একান্ত পুরস্কার।
তবু কিছু লোক লোভের বশে করে পরিতাপ,
মনে করে করে এই রোজা যেন তাদের জন্য অভিশাপ।
গ্যাষ্টিক-আলসারের মিথ্যা ধোয়া তুলে,
অশেষ রহমত থেকে বঞ্চিত করে নিজেদেরই ভুলে।
রহমতে পূর্ন এই রমযান মানে নহে শুধু না খাওয়া,
মানব শরীরের সুষ্ঠ চলনে এ এক অপরিসীম দাওয়া!
(২২ শে সেপ্টেম্বর, ২০০৮)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন