শুক্রবার, ৩০ জুলাই, ২০১০

হতাম যদিপাখি!

কেন যে মোরা মানুষ হলাম,
পারছিনা ছুতে দ্রব্যমূল্যের লাগাম।

ইচ্ছে হলে উড়তে পারতাম হতাম যদি পাখি,
সব কিছু বাদ দিয়ে ব্যবসায়ীদের দিতাম ফাঁকি।

করতে হতনা বাজার সদাই, আর কষ্টের রান্না,
জীবন চলত মনের আনন্দে, থাকতনা কোন কান্না।

ছুটে চলতাম গাছ থেকে গাছে, আর নীল আকাশের পটে,
মনে হত না জীবনটা জটিল নগরীর দুঃসহ যানজটে।

নেই চিন্তা থাকার কোন গাছই হত আপন নীড়,
মানুষের মত আবাসন নিয়ে মন হত না অস্থির।


দিনের বেলায় সূর্যের আলো আর রাতের বেলায় চাঁদ,
থামাতে পারতনা পাখির জীবন সেই লোডশেডিং এর ফাঁদ।

সৃষ্টির সেরা মানুষ হয়ে মোরা, পাখির চেয়ে অধম,
কবে যে ফের ভালো হব, হয়ে যাব উত্তম!!

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮


Share/Bookmark

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top