বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০১০

বাংলাওয়ার্ডঃ বিজয়কে তাড়িয়ে অভ্র পাবার আগে আকাশের চাঁদ হাতে পাওয়া এক বাংলা লেখার সফটওয়ার নিয়ে স্মৃতিকথন



অনেক আগে আমি বিজয় এ বাংলা লেখা ছেড়ে দিয়েছিলাম, আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয় নাই, সবচেয়ে বেশি বিরক্ত লাগত পুচকি এক সফটওয়ার কিন্তু সেটআপ দিলেই পিসি রিস্টার্ট দিতে হয়X((X(( ১হাত বাঙ্গীর ১৩হাত বিচি আর কি। বিজয়ে লিখতে গিয়ে কিবোর্ডে বাংলা অক্ষর খুজে খুজে লিখতে গিয়ে হয়রান হয়ে যেতাম।এরপর কিভাবে যেন নেটে পেয়ে গেলাম বাংলাওয়ার্ড । ধুমধাম ডাউনলোড দিলাম। বেশ ভালো লাগছিলো, ফোনেটিকের মত লেখা যায়, সামান্য আলাদা। কিন্তু বিজয়কে তাড়াতে পেরেছিলাম, এটাই বড় কথা:P:P

আজ এক ব্লগারের বিজয় সফটওয়ার এর লিংক চাওয়া পোষ্টে গিয়ে বাংলাওয়ার্ড আর অভ্রর লিংক দিলাম। এই বাংলাওয়ার্ড আগে ফ্রি ছিলো, আজ দেখি ঐটা আর ফ্রি নাই, অনেক কষ্টে মিডিয়াফায়ার এর লিংক পেলাম, কালেকশন হিসাবে নামাতে পারেন

তবে আমি এখন অভ্র ব্যবহার করলেও এই বাংলাওয়ার্ড মাঝে মাঝে ব্যবহার করি, কারন বাংলায় কোন লেখা এনিমেশনে আনলে অভ্রতে লিখে ব্যবহার করা যায় না, তখন এই বাংলাওয়ার্ড দিয়েই কেল্লা ফতেB-):P:)
Share/Bookmark

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top