ডাকি যে তোমায় থাক কেন তবু বহুদুরে!!
স্বপনের মাঝে ডাকি যে তোমারে পিছে
কেন তবু অধরা, কেন তুমি এত মিছে?
মনের জানালায় হাজার রঙের চলে মিশ্রন
ভাঙ্গে আর গড়ে, পায় না কিছু তোমার আভরন
রঙধনুর রঙের মাঝে আজ তোমারে আমি খুজি
মনের বাগানের ফুলের বিছানায় তোমারে নিয়ে মজি
অসীমের পানে, কালের গহবরে আর তাঁরা জ্বলা আধারে
কোথায় না বাদ রেখেছি, ভাবুক হয়ে খুঁজি শুধু তোমারে।
স্বপ্নের মাঝে সেই তুমি, হয়ে আছ দেহময় আর অতি মানবীয়
যদিও বাস্তবের সীমানার এ সবি আমার জন্য অতি কল্পনীয়।
তারপরও ভাবি তুমি আছ মোর মনজুড়ে
তোমারই জন্য আজ আমি এত ভবঘুরে।
(কুরবানীর আগে ;) )

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন