শুক্রবার, ৬ আগস্ট, ২০১০

জাপানের ডায়েরীঃ ডেলিভারী সার্ভিস



জাপানিদের জীবন বেশ সাজানো গোছানো। বিশেষ করে রান্না নিয়ে এদের কোন মাথাব্যথা নাই! আমরা যতটা রান্না নিয়ে চিন্তিত এরা এমন না! এদের কথা হল, হোটেল/রেস্টুরেন্টের কাজ হলো রান্না করা, আর এদের কাজ হলো খাবার সময়ে ঐখানে গিয়ে খেয়ে আসা। অন্যদিকে আবার কোন কিছু ডেলিভারি আদান প্রদানের জন্য কিছু কুরিয়ার সার্ভিস আছে, খুবই উপকারি.......খাবার কোন জিনিসের অনলাইনে অর্ডার দিলেই হল, এরপর কুরিয়ার সার্ভিস আপনার দরজায় এসে দিয়ে যাব, তখন স্পটে ক্যাশ দিলেই
ঝামেলা শেষ। যেমন আমরা বাংলাদেশিরা অনলাইন হালাল শপ থেকে হালাল খাবার এর অর্ডার দেই (বেশ কয়েকটা হালাল সপ আছে জাপানে, সবই প্রায় বাংলাদেশি মালিকানাধীন), সাধারনত রাত ৯টার আগে দিলে পরদিনই ডেলিভারি দিয়ে যায় এই কুরিয়ার সার্ভিসের গাড়ি, গাড়িতেই ফ্রিজ থাকে, সুতরাং খাবার নিয়ে কোন টেনশন নাই নষ্ট হবার। এদের এই এমন গাড়িতে ডেলিভারি পৌছে দেয় কাস্টমারের দরজায়!!!
Share/Bookmark

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

^ Back to Top